Jokhon Porbe Na Mor song lyrics penned by Rabindranath Tagore, music composed by Indraadip Dasgupta, and sung by Rupankar Bagchi.


Jokhon Porbe Na Mor song lyrics


Song Jokhon Porbe Na Mor
Singer Rupankar Bagchi
Music Indraadip Dasgupta
Lyricst Rabindranath Tagore

Jokhon Porbe Na Mor Lyrics

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা;
বন্ধ হবে আনাগোনা এই হাতে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালটা, উঠবে ঘরের দ্বারগুলোয়, আহা,
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান,
ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
এমনি করে বাজবে বাঁশি এই নাটে
ঘাটে ঘাটে খেয়ার তরী
এমনি, এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে।
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায়,
সকল খেলায় করব খেলা এই আমি-আহা,
কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
নতুন নামে ডাকবে মোর বাঁধবে,
বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।

Watch Jokhon Porbe Na Mor Song Video

Jokhon Porbe Na Mor song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Rupankar Bagchi is the singer of this Jokhon Porbe Na Mor song.

This Jokhon Porbe Na Mor Song lyrics is penned by Rabindranath Tagore.

Share your love