Naachle Re Moyena song lyrics penned by Ritam Sen, music composed by Dabbu, and sung by Aditi Singh Sharma.


Naachle Re Moyena song lyrics


Song Naachle Re Moyena
Singer Aditi Singh Sharma
Music Dabbu
Lyricst Ritam Sen

Naachle Re Moyena Lyrics

বাজার হাটে গুজব রটে ময়না ভালোনা
ঝুমকাতে ঠুমকা মেরে করলে ছলনা

হাজার লোকের চোখের মণি মিষ্টি ললনা
মাসকারা তে আশকারা দেয় হয়না তুলনা

একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
ভরযুবতী গয়না পেলেও বায়না ভোলে না

চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না

রাতবিরেতে ছলাৎ ছলাৎ কাজল কালো জল
দুলকি চালে যায় সে চলে রাস্তা টলোমল
দারুণ জ্বরে পরাণ পোড়ে পাড়ায় কোলাহল
ফাগুন কালে আগুন জ্বালে, দ্বিগুণ দাবানল

মনের খবর ময়না তবু কাউকে বলে না
এই মনের খবর ময়না তবু কাউকে বলে না
অবাক জলে সবাই টলে ময়না টলে না

চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না

আরে সব বেসামাল, আকাশ পাতাল 
সামলে রাখা দায়
মিছরি দানা ময়না সোনা স্বপ্নে হানা দেয়
খারাপ বরাত শাঁখের করাত পিরীত একাকার
সয়না মনে ময়না ছাড়া যায়না থাকা আর

একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
একলা ঘরের দরজা তবু কাউকে খোলে না
ভরযুবতী গয়না পেলেও বায়না ভোলে না

চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না
চমকিয়ে তুই থমকে যাবি নাচলে রে ময়না

Watch Naachle Re Moyena Song Video

Naachle Re Moyena song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Aditi Singh Sharma is the singer of this Naachle Re Moyena song.

This Naachle Re Moyena Song lyrics is penned by Ritam Sen.

Share your love