Jodidong Hridoyong Tobo song lyrics penned by Srijato, music composed by Savvy, and sung by Rupak Tiary, Somlata Acharyya Chowdhury from the movie Love Marriage.
Song Name | Jodidong Hridoyong Tobo |
Singer | Rupak Tiary, Somlata Acharyya Chowdhury |
Music | Savvy |
Lyricst | Srijato |
Movie | Love Marriage |
Jodidong Hridoyong Tobo Lyrics
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম ভালবাসা ছিল এতদিন একা একা প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে ঠিক তারপরে তোমার আমার দেখা এখনও মানুষ এভাবেই ঘর বাঁধে একই ঘরে আছে সকলের আনাগোনা সকলে থাকলে ঘর বড় হয় আরও আর কোনও দিন কোত্থাও যাচ্ছ না না না কোনও দিন কোত্থাও যাচ্ছ না এবার কেবল কাছেই থাকতে পারো যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম প্রজাপতি ঘোরে এ বাড়ি ও বাড়ি রোজ কত জানলায় কত যে গল্প থাকে কেউ পেয়ে যায় শুরুতেই তার খোঁজ কেউ দেখা পায় অনেক অনেক দূরের বাঁকে তবু ভালবাসা কখনও হয় না খালি মন ভেঙে গেলে সানাই সুতোয় জোড়ে তুমি আমি আর এ কাহিনি রূপশালী তুমি আমি আর এ কাহিনি রূপশালী আমাদের নামে প্রজাপতি যেন ওড়ে এ এ এ যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম একজীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়াসম
Watch Jodidong Hridoyong Tobo Song Video
Jodidong Hridoyong Tobo song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Jodidong Hridoyong Tobo song is from this Love Marriage movie.
Rupak Tiary, Somlata Acharyya Chowdhury is the singer of this Jodidong Hridoyong Tobo song.
This Jodidong Hridoyong Tobo Song lyrics is penned by Srijato.