Utsav song lyrics penned by Mamata Banerjee, music composed by Jeet Gannguli, and sung by Shreya Ghoshal.
Song Name | Utsav |
Singer | Shreya Ghoshal |
Music | Jeet Gannguli |
Lyricst | Mamata Banerjee |
Utsav Lyrics
উৎসবের অংগনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অংগনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অংগনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজই প্রতি গৃহকোণ পর ও স্বজন নব সাজে ওঠে সাজি। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভী মিশে যায় উৎসব উচ্ছাসে, উৎসব উচ্ছাসে, উৎসব উচ্ছাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এ উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ প্রদীপে আলোর মালায় সমারহের খলে উৎসব আজ বেঁধেছে সবার মহা-মিল বন্ধনে, মহা-মিল বন্ধনে, মহা-মিল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অংগনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার।
Watch Utsav Song Video
Utsav song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Shreya Ghoshal is the singer of this Utsav song.
This Utsav Song lyrics is penned by Mamata Banerjee.