Tomay Ami Chinina Confusion song lyrics penned by Sina Hasan, music composed by Bangla Five Band, and sung by Sina Hasan.
Song Name | Tomay Ami Chinina Confusion |
Singer | Sina Hasan |
Music | Bangla Five Band |
Lyricst | Sina Hasan |
Tomay Ami Chinina Confusion Lyrics
এই চেনা শহর, চেনা সময় সময় গড়ালে অচেনাও হয়, এই তোমায় নিয়ে আমি ভাবি তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি .. তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি। এই ভালোবাসা দিলাম তোমায় কিন্তু একটা কিন্তু থেকেই যায়, যখন দূরে দূরে থাকো তুমি তখন অনেক ভালোবেসে ফেলি হায়, আসলে কি বেসেছি ? তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি তোমায় ভালোবাসি না আবার বোধহয় বাসি। এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন চেনা অচেনায় দেখি, সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে ঠিক কিংবা ভুলে, বইতে বইতে যেমন জল ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়, সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝর্ণার মতো বয়ে চলা মানুষদের .. আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, আমি ডাকি না, নাকি ডাকি, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না, নাকি চিনি। কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি, কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি, কাউকে আমি ডাকিনা আবার বোধহয় ডাকি কাউকে আমি ডাকিনা আবার বোধয় ডাকি, কাউকে আমি চিনিনা আবার বোধয় চিনি কাউকে আমি চিনিনা আবার বোধহয় চিনি।
Watch Tomay Ami Chinina Confusion Song Video
Tomay Ami Chinina Confusion song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Sina Hasan is the singer of this Tomay Ami Chinina Confusion song.
This Tomay Ami Chinina Confusion Song lyrics is penned by Sina Hasan.