Tistaan 2 song lyrics penned by Anupam Roy, music composed by Anupam Roy, and sung by Anupam Roy from the album Durbine Chokh Rakhbona.
Song Name | Tistaan 2 |
Singer | Anupam Roy |
Music | Anupam Roy |
Lyricst | Anupam Roy |
Album | Durbine Chokh Rakhbona |
Tistaan 2 Lyrics
পাঁচ টাকা দিয়ে দিনের শুরু ষোল টাকা দিয়ে শেষ তিন টাকা দিয়ে মুক্তি কিনে হব নিরুদ্দেশ। তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ? তখন কেন জ্বাললে আলো, এখন পোড়াও ধূপ। আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ। আর এখন অলমোস্ট পাগোল এ মন বিষ পানে অভ্যস্ত এ জীবন শূন্য দু হাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো … তিস্তানে … মাসটা যখন ফুরিয়ে যাবে ওরা দেবে অনেক টাকা তবু মাসের শেষেই মনে হবে ভেতরটা খুব ফাঁকা সময় যখন আটকে রাখবে সময় চলবে না যখন সময় অনেক দরকার সময় থাকবে না তখন সময় তোমার পাশে নেই আর এখন অলমোস্ট পাগোল এ মন বিষ পানে অভ্যস্ত এ জীবন শূন্য দু হাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো … তিস্তানে … যখন বলেছিলাম আমি চলে যাব, তখন কেন কাঁদোনি একের পর এক ভুল করেছি, তবু কেন আটকাওনি যতক্ষণ তুমি জিতছো, প্রত্যেকটা মানুষ তোমার সাথে তুমি একবার হেরে যাও আর কেউ নেই তোমার পাশে। তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ? তখন কেন জ্বাললে আলো, এখন পোড়াও ধূপ। আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ। আর এখন অলমোস্ট পাগোল এ মন বিষ পানে অভ্যস্ত এ জীবন শূন্য দু হাত আবার চাইছে ফিরিয়ে নিয়ে চলো … তিস্তানে …
Watch Tistaan 2 Song Video
Tistaan 2 song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Tistaan 2 song is from this Durbine Chokh Rakhbona album.
Anupam Roy is the singer of this Tistaan 2 song.
This Tistaan 2 Song lyrics is penned by Anupam Roy.