Shono Na Ruposhi song lyrics penned by Swaraj Deb, music composed by Shkahawat Ornok, and sung by Tarif & Shifat from the natak Sorry Dipannita.
Song Name | Shono Na Ruposhi |
Singer | Tarif & Shifat |
Music | Shkahawat Ornok |
Lyricst | Swaraj Deb |
Natak | Sorry Dipannita |
Shono Na Ruposhi Lyrics
সময় যখন মরুর ঝড়ে এ মন হারায় কেমন করে, আমি তখন যোজন দূরে একাকি সঙ্গি মৌনতা, আকাশ যখন আঁধার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা।। তুমি নীলাকাশ, আপন করেছো হঠাৎ কোন কালে কে জানে, স্বপ্ন সীমানা, ছুঁয়ে দিয়েছো কোন সে জাদুতে কে জানে। আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালবেসে, সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই তাও মেলেনি তা, হঠাৎ যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা, তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছো যে বৃথা। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা। নদীর শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিলে, তারা বলে সবাই মিলে দীপান্বিতা।। শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী কি ভীষণ উদাসি প্রেয়সী, নানা না, নানা না জীবনের গলিতে, এ গানের কলিতে চাইছি বলতে ভালবাসি। চোখের জলেরই আড়ালে খেলা শুধুই দেখেছিলে, যন্ত্রণারই আগুন নীলে পুড়েছি যে বোঝনি তা, অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে, বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা। ইটপাথরের এ শহরে গাড়ি বাড়ির এ বহরে, খুঁজছে এ মন ভীষণ করে দীপান্বিতা। জীবন যখন থমকে দাঁড়ায় স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা। কল্পনারই আকাশ জুড়ে নানা রঙে লোকের ভিড়ে, দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা। তুমি আমার চোখের ভাষা তুমি আমার সুখের নেশা, তুমি আমার ভালবাসা, দীপান্বিতা।।
Watch Shono Na Ruposhi Song Video
Shono Na Ruposhi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Shono Na Ruposhi song is from this Sorry Dipannita natak.
Tarif & Shifat is the singer of this Shono Na Ruposhi song.
This Shono Na Ruposhi Song lyrics is penned by Swaraj Deb.