Raja Ranir Bhalo Hok song lyrics penned by Srijato, music composed by Indraadip Dasgupta, and sung by Shreya Ghoshal from the movie Bastushaap.
Song Name | Raja Ranir Bhalo Hok |
Singer | Shreya Ghoshal |
Music | Indraadip Dasgupta |
Lyricst | Srijato |
Movie | Bastushaap |
Raja Ranir Bhalo Hok Lyrics
যেখানে সে নেই এমন গল্প বল ধুয়ে যায় সময়, কি নোনা সে জল, যে রূপকথায় কাঁদে চোখ সে রাজা রাণীর ভালো হোক।। জানলা, খুলে দি বৃষ্টি ঢুকে আসুক ও.. কান্না, চিবুকের গন্ধ ভালোবাসুক। যেন কেউ যায় না ফিরে, মনকে রেখে শরীরে। যেখানে সে নেই এমন গল্প বল ধুয়ে যায় সময়, কি নোনা সে জল, যে রূপকথায় কাঁদে চোখ সে রাজা রাণীর ভালো হোক।। দুচোখ, থেকে যায় একলা কোনও বাঁকে পৌঁছে রাস্তার নাম কে মনে রাখে। জানি কেউ আসবে না আর, দরজায় শব্দ হাওয়ার। যেখানে সে নেই এমন গল্প বল ধুয়ে যায় সময়, কি নোনা সে জল, যে রূপকথায় কাঁদে চোখ সে রাজা রাণীর ভালো হোক।।
Watch Raja Ranir Bhalo Hok Song Video
Raja Ranir Bhalo Hok song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Raja Ranir Bhalo Hok song is from this Bastushaap movie.
Shreya Ghoshal is the singer of this Raja Ranir Bhalo Hok song.
This Raja Ranir Bhalo Hok Song lyrics is penned by Srijato.