Mithe Alo song lyrics penned by Anindya Chattopadhyay, music composed by Arindam Chatterjee, and sung by Atif Aslam, Nikhita Gandhi from the movie Cockpit.


MIthe Alo song lyrics


Song Name Mithe Alo
Singer Atif Aslam, Nikhita Gandhi
Music Arindam Chatterjee
Lyricst Anindya Chattopadhyay
Movie Cockpit

Mithe Alo Lyrics

তোমার নামে আঁকা, এ হাতের উপর আঁকা
ডাকে আয়, কাছে আয়
তোমার চুলে ঢাকা, এ আদর দিয়ে মাখা
ডাকে আয়, কাছে আয়

হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে
সে ডাকপিয়ন
এখন কোথায় বলো পাবো ঠিকানা
ডাকবাক্সগুলো শহরে আর নেই

মনের অলিগলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো জ্বেলে গেলো কত ভালো

এলোমেলো হাঁটা পথে চোরা কাঁটা থাকে
কাটাকুটি কথায় ছোট ছোট ব্যথা ডাকে
ফিরে ফিরে যায়, যদি কাছে পায় তাকে
ভাঙাচোরা মন হঠাৎ কখন
ডাকে তাকে, তাকে ডাকে

হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে
সে ডাকপিয়ন
এখন কোথায় বলো পাবো ঠিকানা
ডাকবাক্সগুলো শহরে আর নেই

মনের অলিগলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো জ্বেলে গেলো কত ভালো

ফাঁকা ফাঁকা ঘোর কেন তারপরে উড়ে
মন খারাপ হলে বৃষ্টি হয়ে চলে দূরে
রাস্তা সুনসান, চেনা চেনা গান সুরে
এ যে পাগলামি, হেরে যাওয়া আমি
দূরে দূরে উড়ে উড়ে

হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে
সে ডাকপিয়ন
এখন কোথায় বলো পাবো ঠিকানা
ডাকবাক্সগুলো শহরে আর নেই

মনের অলিগলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো জ্বেলে গেলো কত ভালো
মিঠে আলো জ্বেলে গেলো কত ভালো
মিঠে আলো জ্বেলে গেলো কত ভালো

Watch Mithe Alo Song Video

Mithe Alo song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Mithe Alo song is from this Cockpit movie.

Atif Aslam, Nikhita Gandhi is the singer of this Mithe Alo song.

This Mithe Alo Song lyrics is penned by Anindya Chattopadhyay.

Share your love