Kanya Re song lyrics penned by Ritam Sen, music composed by Jeet Gannguli, and sung by Sonu Nigam, Shreya Ghoshal from the movie Bagh Bandi Khela.


Kanya Re song lyrics


Song Name Kanya Re
Singer Sonu Nigam, Shreya Ghoshal
Music Jeet Gannguli
Lyricst Ritam Sen
Movie Bagh Bandi Khela

Kanya Re Lyrics

কন্যা রে, কন্যা রে,
কন্যা রে, কন্যা রে।
চুপি চুপি তুই তাকালে,
রুপকথা পাই নাগালে,
ছুঁয়ে থাকি সাঁঝ সকালে, কন্যা রে।

শোন না রে, শোন না রে,
শোন না রে, শোন না রে,
বেঁধেছিস অন্তরালে,
ঝলমলে স্বপ্নজালে,
তোকে ডাকি পথ হারালে,
শোন না রে।

ও.. কন্যা রে, কন্যা রে,
শোন না রে, শোন না রে।

মেঘলা মরশুমে ভাসলে রাস্তারা,
একটু আস্তানা তুই।
অল্প খুনসুটি, ঝর্না বৃষ্টিতে,
মিষ্টি কালচে কিছুই।

সোহাগের খবর জাগে,
সারারাত ব্যথার দাগে,
তোকে ছাড়া একলা লাগে, কন্যা রে।

ও.. মায়া ঘেরা জোৎস্না রাতে,
আলো জাগে তোর পাড়াতে,
মন তোর গন্ধে মাতে,
শোন না রে।

তুচ্ছ সব ছুতো, শুকনো ঠোঁট দুটো,
স্বপ্ন একমুঠো চায়।
আলগা রোদ্দুরে, যাস না তুই দূরে,
থাক না মন জুড়ে আয়।

ইচ্ছের অচিনপুরে,
চেনা কোনো গানের সুরে,
এলোমেলো বেড়াস ঘুরে, শোন না রে।

কন্যা রে, কন্যা রে,
শোন না রে, শোন না রে।
চুপি চুপি তুই তাকালে,
রুপকথা পাই নাগালে,
ছুঁয়ে থাকি সাঁঝ সকালে,
কন্যা রে, শোন না রে।

Watch Kanya Re Song Video

Kanya Re song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Kanya Re song is from this Bagh Bandi Khela movie.

Sonu Nigam, Shreya Ghoshal is the singer of this Kanya Re song.

This Kanya Re Song lyrics is penned by Ritam Sen.

Share your love