Ekti Murgi song lyrics penned by Chandrabindoo, music composed by Chandrabindoo, and sung by Chandrabindoo from the album Toker Jatno Nin.
Song Name | Ekti Murgi |
Singer | Chandrabindoo |
Music | Chandrabindoo |
Lyricst | Chandrabindoo |
Album | Toker Jatno Nin |
Ekti Murgi Lyrics
একটি মুরগি, দু'টি পদ ভেঙ্গে দেবো সংসদ একটি মুরগি, হাইকমান্ড মশা মারতে চাই কামান স্বপ্নের গদি যায় জুটে যদি স্বপ্নের গদি যায় জুটে যদি সত্যি, সত্যি, তিন সত্যি, বদলে দেবো সংবিধান একটি পাঁঠা, দু'টি কান একটি বাম, একটি ডান কচি পাঁঠা, অল্প ঝোল করতে হবে দেশ দখল আমাদের বুথে ভোট দেবে ভূতে আমাদের বুথে ভোট দেবে ভূতে মিথ্যে, মিথ্যে, সবই মিথ্যে, পাল্টে দেবো সংবিধান হিন্দু সেনা স্বাস্থ্যবান সিন্ধু নদে জল কমান লালু ভুলু শক্তিধর কংস রাজ বংশধর বংশ আছোলা, আহা, বোকা-জোলা বংশ আছোলা, আহা, বোকা-জোলা খাচ্ছে গাঁজা, পাচ্ছে মজা, যাচ্ছে বখে নওজোয়ান ফেলো কড়ি, মাখো তেল সর্ষে কিংবা নারকেল সর্বঘটে কাঠালি দিল্লি কেন পাঠালি বোম্বেটে কালি, হোক পাঁঠা বলি আঙ্গুলেতে কালি, হোক পাঁঠা বলি হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, লাড়কে লেঙ্গে পাকিস্তান একটি মুরগি, দু'টি ঠ্যাং ভোরে ওঠা কি ফ্যাচাং দিশি মুরগি ন্যাজ নাই বেশি বকে কাজ নাই এইবার নোট-এ রাখি মুড়িয়ে পকেটে এইবারে নোট-এ রাখি মুড়িয়ে পকেটে রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত জনগণ Buffalo soldier Dreadlock like a rasta Motherf**king soldier, yeah
Watch Ekti Murgi Song Video
Ekti Murgi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ekti Murgi song is from this Toker Jatno Nin album.
Chandrabindoo is the singer of this Ekti Murgi song.
This Ekti Murgi Song lyrics is penned by Chandrabindoo.