Chinte Parli Na song lyrics penned by Prasen, music composed by Jeet Ganguli, and sung by Jeet Ganguli from the movie Total Dadagiri.
Song Name | Chinte Parli Na |
Singer | Jeet Ganguli |
Music | Jeet Ganguli |
Lyricst | Prasen |
Movie | Total Dadagiri |
Chinte Parli Na Lyrics
তোকে নিয়ে বেঁচে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি। চিনতে পারলি না আমায়, চিনতে পারলি না। তোর দোলার ইচ্ছে হলে, আমি দোলনা হয়ে যাই। তোর খেলার ইচ্ছে হলে, আমি খেলনা হয়ে যাই। তুই চিনতে পারলি না.... বানিয়েছি এই বুকে, কুড়িয়ে জমানো সুখে, তাজমহল এর মতো ভালোবাসা এঁকে এঁকে, সেই কুঁড়েঘরে তোকে, মরে গেছি ডেকে ডেকে চিনতে পারলি না.. ও ও ডুবে ডুবে ভেসে আছি আমি, দুনিয়াটা বলে যায় পাগলামি। চিনতে পারলি না তুই, চিনতে পারলি না। তোর সাথে তোর কাছে, আমারও ছায়ারা আছে। তোরই কথা ভেবে ভেবে দিনে-রাতে মরে বাঁচে, সে ছবি দেখার মতো না পড়া চিঠির মতো চিনতে পারলি না। তোকে নিয়ে বেঁচে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি। চিনতে পারলি না আমায়, চিনতে পারলি না। তোর দোলার ইচ্ছে হলে, আমি দোলনা হয়ে যাই। তোর খেলার ইচ্ছে হলে, আমি খেলনা হয়ে যাই। তুই চিনতে পারলি না....
Watch Chinte Parli Na Song Video
Chinte Parli Na song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Chinte Parli Na song is from this Total Dadagiri movie.
Jeet Ganguli is the singer of this Chinte Parli Na song.
This Chinte Parli Na Song lyrics is penned by Prasen.