Chaka song lyrics penned by Anupam Roy, music composed by Anupam Roy, and sung by Anupam Roy from the album Bakyobageesh.
Song Name | Chaka |
Singer | Anupam Roy |
Music | Anupam Roy |
Lyricst | Anupam Roy |
Album | Bakyobageesh |
Chaka Lyrics
ঘুরছি আমি ঘুরছে চাকা উড়ছে খুলি উড়ছে টাকা পুড়ছে চোখের চামড়া পালক পারছি না আর নেভাও আলো ঘুরছি আমি ঘুরছে চাকা উড়ছে খুলি উড়ছে টাকা পুড়ছে চোখের চামড়া পালক পারছি না আর নেভাও আলো শহরতলীর মনের ভেতর তোমার পায়রা মাখছে আতর খুশবু লোটায় কানের কাছে আমার কলজে খেজুর গাছে আমার কথা বলো না বলো না কবি হওয়া আর হলো না হলো না আমার কথা বলো না বলো না কবি হওয়া আর হলো না হলো না চাইছো কেন রাতের হিসেব? টেবিল জুড়ে কলম পিষে কাব্যি করা উঠলো ডকের আমার মাথায় কুকুর ডাকে মা মাটি হাতুড়ি কাস্তে গিলছে মানুষ আস্তে আস্তে আমরা নাচছি পথে পথে বনধে ডাকছি উলটো রথে মানিকবাবুর shooting cancel সবার বুদ্ধি হচ্ছে parcel আজকে যদি থাকতো উত্তম পিটিয়ে তোদের করতো খতম আমার কথা বলো না বলো না কবি হওয়া আর হলো না হলো না আমার কথা বলো না বলো না কবি হওয়া আর হলো না হলো না চাইছো কেন রাতের হিসেব? টেবিল জুড়ে কলম পিষে কাব্যি করা উঠলো ডকের আমার মাথায় কুকুর ডাকে... ঘুরছি আমি ঘুরছে চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা ঘুরছি আমি ঘুরছে চাকা
Watch Chaka Song Video
Chaka song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Chaka song is from this Bakyobageesh album.
Anupam Roy is the singer of this Chaka song.
This Chaka Song lyrics is penned by Anupam Roy.