Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) song lyrics penned by Aurthohin, music composed by Aurthohin, and sung by Aurthohin from the album Cancer Er Nishikabbo.


Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) song lyrics


Song Name Chaite Paro 3 (You Have to Bujhte Hobe)
Singer Aurthohin
Music Aurthohin
Lyricst Aurthohin
Movie Cancer Er Nishikabbo

Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) Lyrics

চাইতে পারো নিঝুম রাতে
আমার গাওয়া গান শুনতে
হঠাৎ করেই গান থামিয়ে
গিটারটা ছুঁড়ে ফেলে
বললাম, "চলো হারিয়ে যাই
সবকিছু ছেড়ে পালাই"

Bitch please!

হও তুমি যতই সুন্দরী
Facebook-এ লাইক কাঁড়ি কাঁড়ি
আমার এই গিটার ছেড়ে
রাখবো কি হাত তোমার হাতে!
গান কি এত সস্তা নাকি!
এ কি তোমার মামার বাড়ি?
আটা-ময়দা মাখা selfie
জাতে উঠতে অনেক দেরি
গান কি এত সস্তা নাকি!
এ কি তোমার মামার বাড়ি?
আটা-ময়দা মাখা selfie

জাতে উঠতে
চাইতে পারো

চাইতে পারো DSLR
সাথে দু'টো সাদা লেন্স
সাথে স্বপ্ন পাবার
ছয় ছয়টা hot model friend
ছবিতে গরিব-দুঃখী
পকেটে বড়লোকি
Inbox-এ প্রেমপত্র
মুরাদ টাকলা ঠিকই

তোমার এই যশ-খ্যাতি
যেন smartphone-এর battery
যতই করো টিপাটিপি
Charge চলে গেলে আমের আঁটি

এতই সস্তা photography!
সে কি তোমার মামার বাড়ি?
Instagram কি দৃক গ্যালারি?
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা photography!
সে কি তোমার মামার বাড়ি?
Instagram কি দৃক গ্যালারি?

চাইতে পারো

চাইতে পারো কোনো টিভির
কোনো এক অনুষ্ঠানে
নিজের ঢোল নিজেই পেটাতে
নিজের ঢোল নিজে পেটাতে
মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায়
জনগণ কি ঘোড়ার ঘাস খায়?
যতই করো মিথ্যাচার
তাল গাছটা শুধুই তোমার
Public আজ সবই বোঝে
You have to বুঝতে হবে

এতই সস্তা legend-গিরি!
সে কি তোমার মামার বাড়ি?
Twin turbo-ওয়ালা গরুর গাড়ি?
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা legend-গিরি!
সে কি তোমার মামার বাড়ি?
Twin turbo-ওয়ালা গরুর গাড়ি?

জাতে উঠতে

Damn!
গিটার solo-টা দিতেই তো ভুইলে গেছি!
দর্শক শ্রোতা, এখন আপনারা শুনবেন guitar solo
শিশির!

Watch Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) Song Video

Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) song is from this Cancer Er Nishikabbo album.

Aurthohin is the singer of this Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) song.

This Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) Song lyrics is penned by Aurthohin.

Share your love