Chaite Paro 2008 song lyrics penned by Topu, Sumon ‘Bassbaba’, music composed by Fuad, Aurthohin, and sung by Aurthohin from the album Aushomapto I.


Chaite Paro 2008 song lyrics


Song Name Chaite Paro 2008
Singer Aurthohin
Music Fuad, Aurthohin
Lyricst Topu, Sumon ‘Bassbaba’
Album Aushomapto I

Chaite Paro 2008 Lyrics

চাইতেই পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধ্যাতারাটা
চাইতেই পারো সারারাত আর সারাদিন
হবে না যে কখনো আর লোডশেডিং
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান

এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?

চাইতেই পারো তুমি G-series থেকে
ফুয়াদ ফিচারিং এলবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডসলিস্টে
চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে
FM channel এর হিট কোনো RJ
চাইতেই পারো নতুন এক Deo spray
মনের দূর্গন্ধটা দূর করতে

এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?

এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?

কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছ কি?

Watch Chaite Paro 2008 Song Video

Chaite Paro 2008 song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Chaite Paro 2008 song is from this Aushomapto I album.

Aurthohin is the singer of this Chaite Paro 2008 song.

This Chaite Paro 2008 Song lyrics is penned by Topu, Sumon ‘Bassbaba’.

Share your love