Bycycle Chore song lyrics penned by Rupam Islam, music composed by Fossils, and sung by Rupam Islam from the album Fossils, Vol. 2.


Bycycle Chore song lyrics


Song Name Bycycle Chore
Singer Rupam Islam
Music Fossils
Lyricst Rupam Islam
Album Fossils, Vol. 2

Bycycle Chore Lyrics

শ্রাবণ ভিজুক বর্ষায়
আর সাবান মাতুক ফর্সায়
বাষ্প জমে চশমায়
হলে পরশ্রীকাতর

মস্তিষ্কে স্মৃতির পেচ্ছাপ
লেখে করোটিতে কেচ্ছা
মা-বোন হয়েছে বেশ্যা
আমি বাইসাইকেল চোর

বয়েস তেরো থেকে উনিশ
চয়েস চোর হবি না খুনি
কে যে মড়া কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ

চোরাই bicycle seat -এ
পারি তোমাকে lift দিতে
যৌনতা দেবো free-তে
যদি সতীত্ব না চাস
Bicycle চোর (চোর)

যেও সাবধানে দোকানে
যে সব মাল পাবে ওখানে
সব আমার থেকেই কেনা
কারণ উৎপাদন বন্ধ

কেন্দ্রীয় অর্থনীতি
ব্যস্ত আগলাতে সম্প্রীতি
শুনে ভাষণের এমপিথ্রি
রোমাঞ্চিত ত্বকরন্ধ্র

খিস্তি খেউড় অশ্রাব্য
মিশছে, নোংরা হচ্ছে কাব্য
ঐতিহ্য পূজো পাব্বনে
Sponsor যত তাবড়
দোহাই খোদার ওয়াস্তা
Peacefully করেনি নাস্তা
আহা ডালপুরিটা খাস্তা
দি' টিকিয়াতে কামড়
Bicycle চোর (চোর)

সাম্যবাদী উঞ্ছবৃত্তি
কারণ চোখ টানে সম্বৃদ্ধি
টুকে টুকে টুকে মুখস্থতে
পরীক্ষা আসান

সব প্রশ্নকর্তাই private
হয়ে দ্যায় সাজেশান (I bet!)
আহা xerox বুদ্ধি xerox সত্তা
বারোয়ারি সামান

পাকড়াতে পারো বামাল
তবে consequence-টা সামাল
দিতে পারবে কি পারবে না
ভেবে police সেজো ভাই
Catalog-টা দ্যাখো বরং
বলো পছন্দ কোন গড়ন
কম দামে পুষ্টি, ফুল সন্তুষ্টি
মাল কেনো চোরাই
Bicycle চোর (চোর)
(বয়েস তেরো থেকে উনিশ
চয়েস চোর হবি না খুনি
কে যে মড়া কে শকুনি
ফালতু চিরুনি তল্লাশ
চোরাই bicycle seat -এ
পারি তোমাকে lift দিতে
যৌনতা দেবো free-তে
যদি সতীত্ব না চাস)
চোর

Watch Bycycle Chore Song Video

Bycycle Chore song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Bycycle Chore song is from this Fossils, Vol. 2 album.

Rupam Islam is the singer of this Bycycle Chore song.

This Bycycle Chore Song lyrics is penned by Rupam Islam.

Share your love