Bandhu Chol song lyrics penned by Anupam Roy, music composed by Anupam Roy, and sung by Anupam Roy from the movie Open Tee Bioscope.
Song Name | Bandhu Chol |
Singer | Anupam Roy |
Music | Anupam Roy |
Lyricst | Anupam Roy |
Movie | Open Tee Bioscope |
Bandhu Chol Lyrics
জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ বিটনুন আর চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মনকেমন মাঠজুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুটকড়াই, Antena, হাতচিঠি, Half padel আয়না আর জলপরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো, চিত্রহার, Laod-shedding, শুকতারা পাঁচসিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল, বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে ভাড়া করা Cycle race গুলো ছুটছে Back pass-এ ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে একপাশে ভাড়া করা Cycle race গুলো ছুটছে Back pass-এ খালি গায়ে নৌকার ছাইগুলো উড়ছে একপাশে Cellophane-এ মুড়ে রাখা রাংতারা সাদাকালো album-এ সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাকনামে বন্ধু চল, বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা এই ঘাসে তোর টিমে তোর পাশে তা রা রা রে তা রা রা রে তা রা রা রে তা রা রা রে জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ বিটনুন আর চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল, বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ বিটনুন আর চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মনকেমন মাঠজুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে তোর পাশে তোর পাশে
Watch Bandhu Chol Song Video
Bandhu Chol song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Bandhu Chol song is from this Open Tee Bioscope movie.
Anupam Roy is the singer of this Bandhu Chol song.
This Bandhu Chol Song lyrics is penned by Anupam Roy.