Baishnob Sei Jon song lyrics penned by Anindya Chattopadhyay, music composed by Abhijit Tenny Roy, and sung by Shreya Ghoshal from the movie Gotro.
Song Name | Baishnob Sei Jon |
Singer | Shreya Ghoshal |
Music | Abhijit Tenny Roy |
Lyricst | Anindya Chattopadhyay |
Movie | Gotro |
Baishnob Sei Jon Lyrics
বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন-ব্যথা জানে রে। পরেরও তরে তার শত উপকারে, পরেরও তরে তার শত উপকারে গরব থাকে না কোনোখানে রে, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদনব্যথা জানে রে। সকল লোকেরও বন্দনায় রত নিন্দা'কথা না জানে রে। বিশ্বাসে অবিচল, সদভাবনায় মন জননী ধন্য ধনমানে রে, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন-ব্যথা জানে রে। সমদৃষ্টিধারী ধরণীর নাড়ী যেই রূপে দেখে তার জননী রে। মিথ্যাবচন ভুলে, না দেখে চোখ তুলে অন্যের সম্পদ পানে রে। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন-ব্যথা জানে রে। এ জীবন লোভ আর শঠতা রোহিত কাম-ক্রোধ নিবারণ রে। কোথা সে মানুষ যার দর্শন পরে মোক্ষ মিলবে লক্ষ্য প্রাণে রে। বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদন ব্যথা জানে রে। পরেরও তরে তার শত উপকারে, পরেরও তরে তার শত উপকারে গরব থাকে না কোনোখানে রে, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন পরেরও বেদনব্যথা জানে রে।
Watch Baishnob Sei Jon Song Video
Baishnob Sei Jon song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Baishnob Sei Jon song is from this Gotro movie.
Shreya Ghoshal is the singer of this Baishnob Sei Jon song.
This Baishnob Sei Jon Song lyrics is penned by Anindya Chattopadhyay.