Ami Tomake Bhalobasi song lyrics penned by Raja Chanda, music composed by Jeet Gannguli, and sung by Jubin Nautiyal from the movie Kidnap.
Song Name | Ami Tomake Bhalobasi |
Singer | Jubin Nautiyal |
Music | Jeet Gannguli |
Lyricst | Raja Chanda |
Movie | Kidnap |
Ami Tomake Bhalobasi Lyrics
আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে। তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আসে পাশে কোনো দেশে চেনা অচেনা ভোরে। চোখে চোখে দেখি তোকে অচেনা স্বপ্নের ঘোরে। তোকে ঘিরে খুব ভিড়ে রয়েছে রাতের তারা। আনমনে গোপনে ভেঙেছে রাতের পাহারা। মন বলেছে এবার তুই এলে যাবো আমরা নিরুদ্দেশে। তোর জন্য যত পাগলামি চল হাওয়ায় যাই ভেসে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
Watch Ami Tomake Bhalobasi Song Video
Ami Tomake Bhalobasi song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ami Tomake Bhalobasi song is from this Kidnap movie.
Jubin Nautiyal is the singer of this Ami Tomake Bhalobasi song.
This Ami Tomake Bhalobasi Song lyrics is penned by Raja Chanda.