Udas Dupur Bela Sokha song lyrics penned by Just Neel, music composed by Apu Debnath, and sung by Ariyoshi Synthia.


Udas Dupur Bela Sokha song lyrics


Song Name Udas Dupur Bela Sokha
Singer Ariyoshi Synthia
Music Apu Debnath
Lyricst Just Neel

Udas Dupur Bela Sokha Lyrics

উদাস দুপুর বেলা সখা
যাইতে অনেক জ্বালা তোমার কাছে যে,
দেখতে তোমায় মন চাইছে 
ও কি, দেখতে তোমায় মন চাইছে। 

যখন ভাবি যাইবো সখা প্রেম করিবার তরে 
দেশ দুনিয়ার সকল কাজই আমায় ঘিরে ধরে,
দুনিয়ার সকল কাজই আমায় ঘিরে ধরে। 
আমি দুঃখের কথা বলবো কি আর 
তোমার কাছে গিয়া,
তোমার কথা ভাইবা দেখি স্বপ্ন তোমায় নিয়া 
দেখতে তোমায় মন চাইছে 
ও কি, দেখতে তোমায় মন চাইছে। 

তোমার মনের কথা বুঝে কষ্ট আমার লাগে 
তুমি সখা ভুল বোঝোনা ভয়টা শুধু জাগে,
সখা তুমি ভুল বোঝোনা ভয়টা শুধু জাগে। 
উথাল পাথাল নদীর ঢেউয়ে 
উথাল পাথাল নদীর ঢেউয়ে, 
বুকে জোয়ার ভাটা চলে, 
চেয়ে তোমার পানে 
দেখতে তোমায় মন চাইছে 
ও কি, দেখতে তোমায় মন চাইছে। 

Watch Udas Dupur Bela Sokha Song Video

Udas Dupur Bela Sokha song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Ariyoshi Synthia is the singer of this Udas Dupur Bela Sokha song.

This Udas Dupur Bela Sokha Song lyrics is penned by Just Neel.

Share your love