Tomake Lagchhe Bhari Chena song lyrics penned by Pulak Bandyopadhyay, music composed by Bappi Lahiri, and sung by Bappi Lahiri, Alka Yagnik from the movie Amar Tumi .


Tomake Lagchhe Bhari Chena song lyrics


Song Name Tomake Lagchhe Bhari Chena
Singer Bappi Lahiri, Alka Yagnik
Music Bappi Lahiri
Lyricst Pulak Bandyopadhyay
Movie Amar Tumi

Tomake Lagchhe Bhari Chena Lyrics

তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি

তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
তোমার ওই মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি

তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
তোমার ওই মিষ্টি মুখের ছবি
স্বপ্নে আমি তুলে রেখেছি
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি

নীলাকাশে ছড়িয়ে পড়ে
ওই যে রোদের সোনা
ওর সাথে যে তোমার আমার
অনেক জানাশোনা
রামধনুকের সাতটি সে রঙ
আমরা দু'জন মেখেছি
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
কোথায় যেন তোমায় দেখেছি

মনে যে হয় ফুলের চেয়ে
তুমি বেশি সুন্দর
আমায় তুমি নাও কাছে নাও
আর তো ভেবো না পর
বোঝো না কি তোমায় আমি
অনেক নামেই ডেকেছি
তোমাকে লাগছে ভারী চেনা
কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি

তাই কি এমন শুভদিনের
মধুর অনুরাগে
তোমার কাছে (আ), থাকতে আমার (উম)
এত ভালো লাগে
আগের মতই কিসের নেশায়
আমরা দুচোখ ঢেকেছি
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
তোমার ওই মিষ্টি মুখের হাসি
আমি যেন কোথায় এঁকেছি
তোমাকে লাগছে ভারী জানা
কোথায় যেন কাছে থেকেছি
উ কোথায় যেন তোমায় দেখেছি
না না কোথায় যেন কাছে থেকেছি

Watch Tomake Lagchhe Bhari Chena Song Video

Tomake Lagchhe Bhari Chena song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Tomake Lagchhe Bhari Chena song is from this Amar Tumi movie.

Bappi Lahiri, Alka Yagnik is the singer of this Tomake Lagchhe Bhari Chena song.

This Tomake Lagchhe Bhari Chena Song lyrics is penned by Pulak Bandyopadhyay.

Share your love