Tar Dekha Na Peye song lyrics penned by M A Alam Shuvo , music composed by Rezwan Seikh, and sung by Minar Rahman from the movie Kothay Khuji Tare.


Tar Dekha Na Peye song lyrics


Song Name Tar Dekha Na Peye
Singer Minar Rahman
Music Rezwan Seikh
Lyricst M A Alam Shuvo
Drama Kothay Khuji Tare

Tar Dekha Na Peye Lyrics

ব্যথার সমুদ্রে আমায় ভাসিয়ে 
সাঁতরে সে একা হয়েছে পার,
দু'চোখ যেদিকে যাবে, দু'পা বাড়িয়ে 
তেপান্তর পেরিয়ে সন্ধানে তার। 

তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত 
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত। 
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 
কোথায় বলো খুঁজি তারে?
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 
কোথায় বলো খুঁজি তারে?
কোথায় বলো খুঁজি তারে?

জ্বলে না সেই আলো আমারই শহরে 
সে থামেনি পথে, দেখেনি আর ফিরে, 
জমা অভিমান গুলো বাতাসে উড়ে 
তাকে নিয়ে হারায় অন্য শহরে। 

তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত 
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত। 
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 
কোথায় বলো খুঁজি তারে?
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 
কোথায় বলো খুঁজি তারে?
কোথায় বলো খুঁজি তারে?

কল্পনার রাত গুলো তার মনে কি পড়ে 
জোছনায় হেঁটেছি তার হাত ধরে,
পুরোনো স্মৃতি গুলো চোখে ভিড় করে 
সে তো ডাকে না আর প্রিয় নাম ধরে। 

তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত 
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত। 
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 
কোথায় বলো খুঁজি তারে?
ফিরবো না নীড়ে, হারাই যদি আঁধারে 
কোথায় বলো খুঁজি তারে?
কোথায় বলো খুঁজি তারে?

Watch Tar Dekha Na Peye Song Video

Tar Dekha Na Peye song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Tar Dekha Na Peye song is from this Kothay Khuji Tare movie.

Minar Rahman is the singer of this Tar Dekha Na Peye song.

This Tar Dekha Na Peye Song lyrics is penned by M A Alam Shuvo .

Share your love