Nayan Sarasi Keno Bhorechhe Jale song lyrics penned by Mukul Dutta, music composed by Kishore Kumar, and sung by Kishore Kumar.
Song Name | Nayan Sarasi Keno Bhorechhe Jale |
Singer | Kishore Kumar |
Music | Kishore Kumar |
Lyricst | Mukul Dutta |
Nayan Sarasi Keno Bhorechhe Jale Lyrics
নয়ন সরসী কেন, ভরেছে জলে কত কি রয়েছে লেখা, কাজলে কাজলে (২) নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি, দাও ভালোবেসে বঁধু (২) ফুল ফোটানোর ছলে, আমি ভরে দেবো মধু সারা মন কেন তুমি, চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন। জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ নিশিরাতে বিরহের, নিশিরাতে বিরহের, বাঁশী ওরে কে বাজায় ভালোবেসে কেন বঁধু, আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি, মরণ নিলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন, ভরেছে জলে কত কি রয়েছে লেখা, কাজলে কাজলে.. নয়ন সরসী।
Watch Nayan Sarasi Keno Bhorechhe Jale Song Video
Nayan Sarasi Keno Bhorechhe Jale song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Kishore Kumar is the singer of this Nayan Sarasi Keno Bhorechhe Jale song.
This Nayan Sarasi Keno Bhorechhe Jale Song lyrics is penned by Mukul Dutta.