Happy Divorce song lyrics penned by Nachiketa Chakraborty, music composed by Nachiketa Chakraborty, and sung by Nachiketa Chakraborty.


Happy Divorce song lyrics


Song Name Happy Divorce
Singer Nachiketa Chakraborty
Music Nachiketa Chakraborty
Lyricst Nachiketa Chakraborty

Happy Divorce Lyrics

মানুষটা আজকে বেশ খুশি। 
মানুষটা একটু ইনটক্সিগেটেড, 
বহুদিনের পরিশ্রম এবং বহুদিনের প্রতীক্ষার পরে 
অবশেষে কাগজটা তার হাতে এসেই গেছে। 
হ্যাঁ কাগজটা হলো - তার ডিভোর্স পেপার। 

আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি 
এবার এই পাওয়া মুক্তির সাথে। 
আজ থেকে নেই কোনো দায় ভার 
ভালো থাকার ভার এবার নিজের হাতে। 

এবার ইচ্ছে মতন থাকা যখন তখন 
কাটবে না সময় গুলো সংঘাতে। 
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি 
এবার এই পাওয়া মুক্তির সাথে।

আজ থেকে জীবনে কি কি থাকবে না - 

থাকবেনা কারো ভ্রুকুঞ্চনার গঞ্জনা 
কিছুই পারিনা বলে শুধুই লাঞ্ছনা,
আধপোড়া খাবার খেয়ে বলতে তা মানা 
থাকবেনা জীবন জুড়ে লম্বা যন্ত্রনা। 

আজ থেকে ইচ্ছে মত টেলিভিশন দেখা 
একা একা, মাঝ রাতে, 
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন 
কাটবে না সময় গুলো সংঘাতে। 
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি 
এবার এই পাওয়া মুক্তির সাথে।

আজ থেকে জীবনে আর কি কি থাকবেনা তার একটা লিস্ট - 

থাকবেনা আর টেলিফোনে বকবকানি 
ঠিকে ঝি আসেনি বলে ন্যাকা কাঁদুনি,
থাকবেনা মাসের প্রথমে মাইনের দখল 
শাড়ি দেখে দোকানের ঠান্ডা হাতছানি। 

আজ থেকে ইচ্ছে মতো খাওয়া শোয়া আর ঘুম 
এসি রুম, জাগা সুপ্রভাতে,
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন 
কাটবে না সময় গুলো সংঘাতে। 
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি 
এবার এই পাওয়া মুক্তির সাথে।

কি কি থাকবেনা তার লিস্ট তো বলাই হয়েছে। 
এবার কি কি থাকবে এবং থেকেই যাবে - 

থাকবে দেয়াল থেকে খুলে রাখা কারো ছবি 
ধুলো মাখা খাটের নিচে,
থাকবে ঠান্ডা ছোঁয়া গরম কপালটাতে 
খুব জ্বরে বৃষ্টি ভিজে। 

থাকবে যত্নে রাখা কারো পুরোনো চিঠি 
না নিয়ে যাওয়া সুটকেস,
থাকবে হাজার কথার ভিড়ে মোবাইল ফোনে 
রেখে দেওয়া কারো এস এম এস। 

আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি 
এবং কারো রংচটা স্মৃতি, একসাথে,
আমার ঘরকন্যে উধাও রাজকন্যে
আমার ঘরকন্যে উধাও রাজকন্যে
তার না দেখা ছোঁয়া সবটাতে,
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি 
এবং কারো রংচটা স্মৃতি, একসাথে। 

Watch Happy Divorce Song Video

Happy Divorce song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Nachiketa Chakraborty is the singer of this Happy Divorce song.

This Happy Divorce Song lyrics is penned by Nachiketa Chakraborty.

Share your love