Elo Je Ma song lyrics penned by Priyo Chattopadhyay, music composed by Jeet Gannguli, and sung by Abhijeet Bhattacharya, Shreya Ghoshal from the movie Challenge 2.
Song Name | Elo Je Ma |
Singer | Abhijeet Bhattacharya, Shreya Ghoshal |
Music | Jeet Gannguli |
Lyricst | Priyo Chattopadhyay |
Movie | Challenge 2 |
Elo Je Ma Lyrics
এলো যে মা, আমার মা সবার মা দুর্গা মা ঢাকের ঢ্যাং কুরাকুর বাজছে নূপুর এল যে পুজোর লগন (২) মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হল যে অকালবোধন (২) তুমি থাকলে পাশে জীবন হাসে দুচোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা, আমার মা সবার মা দুর্গা মা বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন মনের আশা এ ভালোবাসা কোনদিনও মুছো না ও মা সবার প্রাণে শক্তি তুমি দশভুজা প্রতিমা তুমি যে মা, আমার মা সবার মা দুর্গা মা বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় বলো দুর্গা মাইকি জয় তোরা কাসর বাজা ঢাক ঢোলক বাজা জমিয়ে আরতি নাচ ওরে ধুনুচি নাচা বরণডালা সাজা দশমী এল রে আজ তোরা কাসর বাজা ঢাক ঢোলক বাজা জমিয়ে আরতি নাচ ওরে ধুনুচি নাচা বরণডালা সাজা দশমী এল রে আজ ঢাকের ঢ্যাং কুরাকুর বাজছে নূপুর এল যে পুজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হল যে অকালবোধন তুমি থাকলে পাশে জীবন হাসে দুচোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা, আমার মা সবার মা দুর্গা মা ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ফিরবে মা শিবের ঘরে চলে সিন্দুরে বরণ তবু কাঁদে সবার মন আসবে মা বছর পরে
Watch Elo Je Ma Song Video
Elo Je Ma song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Elo Je Ma song is from this Challenge 2 movie.
Abhijeet Bhattacharya, Shreya Ghoshal is the singer of this Elo Je Ma song.
This Elo Je Ma Song lyrics is penned by Priyo Chattopadhyay.