Amare Asibar Kotha Koiya song lyrics penned by Radharaman Dutta, music composed by Shovon Roy, and sung by Saif Zohan.


Amare Asibar Kotha Koiya song lyrics


Song Name Amare Asibar Kotha Koiya
Singer Saif Zohan
Music Shovon Roy
Lyricst Radharaman Dutta

Amare Asibar Kotha Koiya Lyrics

আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

রাধেগো ... রাধেগো ..
আমার কথা নাই তোর মনে
প্রেম করছো আয়ানের সনে,
শুইয়া আছো নিজ পতি লইয়া।

ওই আমি আর কত কাল থাকবো রাধেগো
ওই আমি আর কত কাল থাকবো রাধেগো
দুয়ারে দাঁড়াইয়া,
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া,
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

ও রাধেগো ... ও রাধেগো ..
দেখার যদি ইচ্ছা থাকে
আইসো রাই যমুনার ঘাটে,
কাইল সকালে কলসি কাঙ্খে লইয়া।

ওই আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো
ওই আমি জলের ছায়ায় রূপ হেরিবো গো,
কদম ডালে বইয়া,
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া,
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

ও রাধেগো ... ও রাধেগো ..
নারী জাতির কঠিন রীতি
বোঝেনা পুরুষের মতি,
সদাই থাকে নিজেরে লইয়া।

ও তুমি করছো নারী রুপের বড়াই গো
করছো নারী রুপের বড়াই গো,
রাধারমণে যায় কইয়া,
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া,
আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।

Watch Amare Asibar Kotha Koiya Song Video

Amare Asibar Kotha Koiya song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Saif Zohan is the singer of this Amare Asibar Kotha Koiya song.

This Amare Asibar Kotha Koiya Song lyrics is penned by Radharaman Dutta.

Share your love