Bhanga Tori song lyrics penned by Rana Sheikh, music composed by F A Sumon, and sung by Kishor Palash from the album Joy Guru.
Song Name | Bhanga Tori |
Singer | Kishor Palash |
Music | F A Sumon |
Lyricst | Rana Sheikh |
Album | Joy Guru |
Bhanga Tori Lyrics
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। তরী কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাদিয়া, কিনারায় ভিরাইয়া ভাবি শুধু কাদিয়া যাবে কি এমনি দিনও হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। আমার ভাঙা তরী ছেড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। জীবণ দিলা কাঞ্চা বাঁশের খাচারই মতন, যত্ন নেবার আগেই তাহা ভাঙ্গে অবিরত, দয়াল ভাঙ্গে অবিরত। ধনীরে ধন দিলা গরীবের তুইলা পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল, আমার ভাঙ্গা তরী ছেড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। সুখের পাখি নীড় বাঁধিতে যায়না সে ভুলে, যত্ন করে নীড় বাঁধে হায় সুখেরই দুকুলে, দয়াল সুখেরই দুকুলে। তেলে চুলে তেল দিলা বুঝলানা জটা চুলের হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। আমার ভাঙা তরী ছেড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া, রে দয়াল, এভাবে আর চলবে কতকাল।
Watch Bhanga Tori Song Video
Bhanga Tori song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Bhanga Tori song is from this Joy Guru album.
Kishor Palash is the singer of this Bhanga Tori song.
This Bhanga Tori Song lyrics is penned by Rana Sheikh.