Roder Nishana song lyrics penned by Dhrubojyoti Chakraborty, music composed by Sanai, and sung by Sanai from the movie X Equals to Prem.


Roder Nishana song lyrics


Song Roder Nishana
Singer Sanai
Music Sanai
Lyricst Dhrubojyoti Chakraborty
movie X Equals to Prem

Roder Nishana Lyrics

সে রোদের নিশানা, মেঘের সামিয়ানা
সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা,
সে জুড়ে দিয়ে ডানা
কবে উড়ে যাবে আকাশের গায়ে,
সে জুড়ে দিয়ে ডানা
কবে উড়ে যাবে আকাশের গায়ে।

সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে
সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে,
সে কাজলের কালো দিয়ে
দিলওয়ালে দুলহান লে যায় ..

সে হবে জমকালো, সে জোনাকির আলো
সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো,
সে চাঁদের পাহাড় কেটে
ঘর বাঁধে তারায় তারায়,
সে চাঁদের পাহাড় কেটে
ঘর বাঁধে তারায় তারায়।

ক্লাস ছিল, মাঠ ছিল, ক্যান্টিনে হাট ছিল
স্মৃতির পকেট থেকে সে ক্ষণ লোপাট,
ঠোঁটে অভিযান ছিল, দূরে অভিমান ছিল
সে ফুলের নাম খোঁজে আজও অভিধান।

প্রতিমা ভাসালে এসে সিঁদুরের লালে
সে তৃতীয় চোখের খোঁজে চোখেই তাকালে,
ইয়ে আঁখোহি আঁখো মে এক
ইশারায় হৃদয় হারায় .. ও ও ..

সে আদরের মায়া, সে প্রেমেই বেহায়া
সে তাজমহলের গায় জোছনার ছায়া,
সে প্যাডেলে প্যাডেলে রোজ
চলে যাবে পাশের পাড়ায়,
সে প্যাডেলে প্যাডেলে রোজ
চলে যাবে পাশের পাড়ায়।

সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে
সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে,
সে কাজলের কালো দিয়ে
দিলওয়ালে দুলহান লে যায় .. ওও..

সে হবে জমকালো, সে জোনাকির আলো
সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো,
সে চাঁদের পাহাড় কেটে
ঘর বাঁধে তারায় তারায়,
সে চাঁদের পাহাড় কেটে
ঘর বাঁধে তারায় তারায়।

সে রোদের নিশানা, মেঘের সামিয়ানা
সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা।
হুম.. হুম..

Roder Nishana Lyrics in English

Se roder nishana megher samiyana
Se khola janlar kache rekheche bichana
Se jure diye dana kobe ure jabe akasher gaaye
Se jure diye dana kobe ure jabe akasher gaaye

Se brishtir chite gopon kalshitey
Se dupurer prem khonje matinee ticket e
Se kajoler kalo diye
dilwale dulhaniya le jaay

Se hobe jomkalo se jonakir aalo
Se megho mollar diye mohana bhasalo
Se chander pahar kete ghor bandhe taray taray
Se chander pahar kete ghor bandhe taray taray

Class chilo, maath chilo, canteen a haat chilo
Smritir pocket theke se khon lopat
Thonte abhijan chilo, dure obhiman chilo
Se phool er naam khoje aajo obhidhan

Pratima vasale esey sindur er laal-e
Se tritiyo chokher khonje chokhei takale
Yeah ankhon hi ankhon mein
ek isharay hridoy haray

Se aadorer maya, se premei behaya
Se tajmahal er gaay jochonar chaya
Se pedal e pedal e
roj chole jabe pasher paray

Se brishtir chite gopon kalshitey
Se dupurer prem khonje matinee ticket e
Se kajoler kalo diye
dilwale dulhaniya le jaay

Se roder nishana megher samiyana
Se khola janlar kache rekheche bichana

Watch Roder Nishana Song Video

Roder Nishana song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Roder Nishana song is from this X Equals to Prem movie.

Sanai is the singer of this Roder Nishana song.

This Roder Nishana Song lyrics is penned by Dhrubojyoti Chakraborty.

Share your love