Eka Bose Thaki song lyrics penned by Pralay, music composed by Shovan Ganguly, and sung by Shovan Ganguly.


Eka Bose Thaki song lyrics


Song Eka Bose Thaki
Singer Shovan Ganguly
Music Shovan Ganguly
Lyricst Pralay

Eka Bose Thaki Lyrics

দুঃখ মেখে গায়, এ অবেলায়
একা বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি।

দুঃখ মেখে গায়, এ অবেলায়
এক বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি,
দুঃখ মেখে গায়।
হুম... হুম... হুম...

দেখেছো কি মন পাখিদের
কি বাহাদুরি,
ছুঁলে তুমি তায়, যৌবন পায়
এ কামিনী কুঁড়ি,
দেখেছো কি মন পাখিদের
কি বাহাদুরি,
ছুঁলে তুমি তায়, যৌবন পায়
এ কামিনী কুঁড়ি।

তাইতো তো কতদিন বিকেল কেটে যায়
তোমাকেই ভেবে,
এভাবে ফেলে চলেছো কোথায়
আমাকেও নেবে,
দিন যে ফুরায়, বলো দেখি আর
কিভাবে ডাকি।
দুঃখ মেখে গায়, এ অবেলায়
একা বসে থাকি,
প্রেমে প্রেমে ডুবছি নেশায়
বলো এলে নাকি,
দিনে দিনে শুধু ভেবে যাই
বলা থাকে বাকি,
দুঃখ মেখে গায়।
হুম... হুম... হুম...

Eka Bose Thaki Lyrics In English

Dukkho mekhe gaay e obelay
Eka bose thaki
Preme preme dubchi neshay
Bolo ele naki
Dine dine shudhu vebe jai
Bola thake baki
Hum... Hum...

Dekhecho ki mon pakhider
Ki bahaduri
Chuley tumi taay joubon paay
E kamini kuri

Taito kotodin bikel kete jaay
TOmakei vebe
Evabe fele cholecho kothay
Amakeo nebe
Din je furay bolo dekhi aar
Kivabe daaki
Dukkho mekhe gaay e obelay
Eka bose thaki

Watch Eka Bose Thaki Song Video

Eka Bose Thaki song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Shovan Ganguly is the singer of this Eka Bose Thaki song.

This Eka Bose Thaki Song lyrics is penned by Pralay.

Share your love