Biya Legeche song lyrics penned by Somraj Das, music composed by Atishay Jain, and sung by Rahul Dutta.


Biya Legeche song lyrics


Song Biya Legeche
Singer Rahul Dutta
Music Atishay Jain
Lyricst Somraj Das

Biya Legeche Lyrics

এলো এলো সুখের লগন হলুদ বাঁটা দিই
কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই
এলো এলো সুখের লগন হলুদ বাঁটা দিই
কন্যার আলতা পায়ে আলতো ছোঁয়া দিই

সিঁদুরের সোহাগ দিল আবীরেরই রঙ
সাজিয়ে বরণডালা লাজে রাঙা মন
সাত পাঁকে পড়বে বাঁধা জল সইতে চল
সাত পাঁকে পড়বে বাঁধা জল সইতে চল
খুশি খুশি দুই মনেতে ফুটলো বিয়ের ফুল রে

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে
লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে

হৃদয়ের গাঁটছড়া যে বাঁধা আছে এক সুতোতে
শুভ দৃষ্টিতেই হবে শুভ পরিণয়
যদিদং হৃদয় তব মন বলেছে তোমার হবো
এক সুরে গান বাঁধবো এই ভরসায়

হবে রে মালাবদল চল রে ছুটে চল
হবে রে মালাবদল চল রে ছুটে চল
প্রেম পেলো পরিণতি ফুটলো বিয়ের ফুল রে

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে
লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে

সিঁদুরের রঙ লেগেছে বাজল সানাই নূপুর বাজে
মনে মন মিললে তবেই শুভ পরিণয়
রাঙা বউ মুখ ঢেকেছে পান পাতাতে চোখের লাজে
আজ থেকে দুই হলো এক প্রেমেরই মায়ায়

পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল
পেলো মন চেয়েছে যাকে চল রে ছুটে চল
শুরু হলো নতুন জীবন ফুটলো বিয়ের ফুল রে

লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে
লেগেছে লেগেছে রে বিয়া লেগেছে
উলু দে শঙ্খ বাজা বিয়া লেগেছে

Watch Biya Legeche Song Video

Biya Legeche song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

Rahul Dutta is the singer of this Biya Legeche song.

This Biya Legeche Song lyrics is penned by Somraj Das.

Share your love