Tumio song lyrics penned by Minar Rahman, music composed by Iftekharul Alam, and sung by Minar Rahman.
Song | Tumio |
Singer | Minar Rahman |
Music | Iftekharul Alam |
Lyricst | Minar Rahman |
Tumio Lyrics
তোমাকে অনেক দিন হয় দেখি না কেমন আছো তা জানি না তোমার চোখের কোনে লুকিয়ে আমার ঠিকানা। বাতাসে উড়ছে কি তোমার ওই চুল অথবা ছোট্ট কানের দুল আজও কি আমায় খোঁজো তুমি হারিয়ে সীমানা ? তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে ? তুমিও কি আমার মাঝে জোনাকি হয়ে জ্বলবে ? আমিও তো গাইবো শুধু জোছনার গান মুছে ফেলে যত গ্লানি শত অভিমান। কেন যে সেদিন ঘুমিয়ে ছিল পাড়া আমিও ছিলাম দিশেহারা হৃদয় জুড়ে সব গল্প ছিল পথহারা। তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে ? তুমিও কি আমায় ঘিরে জোনাকি হয়ে জ্বলবে ? আমিও তো গাইবো শুধু জোছনার গান মুছে ফেলে যত গ্লানি শত অভিমান। এসো না দু'জনে মিলে আবার ভাসাই সুরের খেয়া চলো না রংধনুর রঙে হারাই। দেখো না আকাশ জুড়ে কত পাখির ওড়া-উড়ি ডানা মেলে ঘুরি দুজনে হারাবো দক্ষিণ হাওয়ায়। তুমিও কি আমার সাথে বৃষ্টি হবে ? তুমিও কি আমায় ঘিরে জোনাকি হয়ে জ্বলবে ? আমিও তো গাইবো শুধু জোছনার গান মুছে ফেলে যত গ্লানি শত অভিমান।
Watch Tumio Song Video
Tumio song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Minar Rahman is the singer of this Tumio song.
This Tumio Song lyrics is penned by Minar Rahman.