Subhra Sankha Robe song lyrics penned by Traditional, music composed by Pankaj Kumar Mullick, and sung by Shyamal Mitra, Arati Mukherjee, Ashima Bhattacharya.
Song | Subhra Sankha Robe |
Singer | Shyamal Mitra, Arati Mukherjee, Ashima Bhattacharya |
Music | Pankaj Kumar Mullick |
Lyricst | Traditional |
Subhra Sankha Robe Lyrics
শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত। আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্যগীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খরবে। শরত প্রকৃতি উল্লাসে উৎসব গানে চিরসুন্দর চিরসুন্দর চিতসুন্দর বন্দন তানে। ত্রিলোকে জাগে শরন্ময়ী আনন্দে, মহাশক্তিরূপা মঞ্জুল শোভা জাগে আনন্দে, রাজে কল্যাণী সদা রাজে সদা সুখদা, সদা বরদা, সদা জয়দা, ক্ষেমঙ্করী সুধা রাজে। অসুরনাশন দশপ্রহরণভূজা রাজে। রণিত বীণা বেণু মধু ললিত শমিত তানে শুভ আরতি ঝংকৃত ভুবনে নব জ্যোতিরাগে জ্যোতি অলংকারে। প্রাণে প্রাণে ওঠে গীতি, সুধারস ঘন শান্তি ধন ধন জয় গানে। আকাশতলে অনিলে জলে দিকে দিগন্তরে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্যগীত ছন্দে নন্দিত। শুভ্র শঙ্খরবে।
Watch Subhra Sankha Robe Song Video
Subhra Sankha Robe song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Shyamal Mitra, Arati Mukherjee, Ashima Bhattacharya is the singer of this Subhra Sankha Robe song.
This Subhra Sankha Robe Song lyrics is penned by Traditional.