Sona Pakhi Go song lyrics penned by Shah Mahtab Fokir, music composed by Karambeer, Jeet B, and sung by Nadim Wahed, Srabony Mutsuddy.
Song | Sona Pakhi Go |
Singer | Nadim Wahed, Srabony Mutsuddy |
Music | Karambeer, Jeet B |
Lyricst | Shah Mahtab Fokir |
Sona Pakhi Go Lyrics
একবার খইলাউ তুমি রাজি আমি ঘটক পাঠাইমু তোমায় লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু আমেরিকা প্যারিস শহর যাইমু যাইমু রে লন্ডন মিডিলিস্টর সব দেশ ঘুরমু খালি আমরা যে দুইজন তোমার লম্বা মাত খান থও লম্বগিনি গাড়ি লও এত হস্তায়নি ফাইলাইতায় আমার মন সোনা পাখি গো আমার লক্ষী পাখি গো আমি দেশে দেশে ঘুরি আমার ময়নার লাগি গো আমার প্রেমর সাগর গো আহ্লাদের টুখরা গো আমি মন দিমু দিল দিমু তুমি খতা রাখলে গো তুমি মোর হুয়াগোর খোলই আমার বাঙ্গা নাওর গোলই মন উদাসী দিবানিশি তোমার বাবনায় রইগো তোমার বাবনায় রই আগে বাড়ির মালিক হও একটা গাড়ির মালিক হও বিয়া খরিয়াই বউ ফালাইতা মুখর কতা না সোনা পাখি গো আমার লক্ষী পাখি গো তোমায় লইয়া আমেরিকা লন্ডন প্যারিস পাখাই গো আমার প্রেমর সাগর গো আহ্লাদের টুখরা গো আমি মন দিমু দিল দিমু তুমি খতা রাখলে গো ও.. আমার সোনা পাখি গো ও.. আমার প্রেম সাগর গো খতা যদি ঠিক থাকে গো বাড়িত পাঠাও কাজী তোমার লাগি ধরতাম পারমু আমার জীবন বাজী গো আমার জীবন বাজি আমি লইসি প্রেমের রশি বাড়িত পাঠাইরাম কাজী মাতা ফকিরে খয় দিলাও তোমার মন .. সোনা ফাখি গো আমার লক্ষি ফাখি গো আমি লাল শাড়ি পিনদিয়া আশায় বুক বন্দিলাম গো সোনা পাখি গো আমার লক্ষি পাখি গো আমি সারা সিলেট ঘুরি আমার ময়নার লাগি গো আমার প্রেমর সাগর গো আহ্লাদের টুখরা গো আমি মন দিমু দিল দিমু তুমি খতা রাখলে গো সোনা পাখি গো আমার লক্ষি পাখি গো আমি সারা সিলেট ঘুরি আমার ময়নার লাগি গো ময়নার লাগি গো
Watch Sona Pakhi Go Song Video
Sona Pakhi Go song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Nadim Wahed, Srabony Mutsuddy is the singer of this Sona Pakhi Go song.
This Sona Pakhi Go Song lyrics is penned by Shah Mahtab Fokir.