Emon Manob Jonom Aar Ki Hobe song lyrics penned by Lalon Fakir, music composed by Timir Biswas, and sung by Timir Biswas.
Song | Emon Manob Jonom Aar Ki Hobe |
Singer | Timir Biswas |
Music | Timir Biswas |
Lyricst | Lalon Fakir |
Emon Manob Jonom Aar Ki Hobe Lyrics
কত ভাগ্যের ফলে না জানি পেয়েছ এই মানব তরণী কত ভাগ্যের ফলে না জানি মনরে পেয়েছ এই মানব তরণী বেয়ে যাও ত্বরায় তরী সুধারায় যেন ভরা না ডোবে বেয়ে যাও ত্বরায় তরী সুধারায় যেন ভরা না ডোবে মন যা করো ত্বরায় করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় কর এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় কর এই ভবে অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই শুনি মানবের উত্তম কিছুই নাই অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই শুনি মানবের উত্তম কিছুই নাই দেব দেবতাগণ করেন আরাধন জন্ম নিতে মানবে দেব দেবতাগণ করেন আরাধন জন্ম নিতে মানবে মন যা করো ত্বরায় করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় কর এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় কর এই ভবে এই মানুষে হবে মাধুর্য্য ভজন তাইতে মানবরূপ গঠলো নিরঞ্জন এই মানুষে হবে মাধুর্য্য ভজন তাইতে মানবরূপ গঠলো নিরঞ্জন এবার ঠকলে আর না দেখি কিনার অধীন লালন তাই ভাবে এবার ঠকলে আর না দেখি কিনার অধীন লালন তাই ভাবে মন যা করো ত্বরায় করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় কর এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা কর ত্বরায় কর এই ভবে
Watch Emon Manob Jonom Aar Ki Hobe Song Video
Emon Manob Jonom Aar Ki Hobe song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Timir Biswas is the singer of this Emon Manob Jonom Aar Ki Hobe song.
This Emon Manob Jonom Aar Ki Hobe Song lyrics is penned by Lalon Fakir.