Ei Chotto Chotto Paye song lyrics penned by Pulak Banerjee, music composed by Mrinal Banerjee, and sung by Arati Mukherjee, Pratima Banerjee from the movie Heere Manik.
Song | Ei Chotto Chotto Paye |
Singer | Arati Mukherjee, Pratima Banerjee |
Music | Mrinal Banerjee |
Lyricst | Pulak Banerjee |
Movie | Heere Manik |
Ei Chotto Chotto Paye Lyrics
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড়, মাথায় যাহার রামধনু রাঙা হয়ে দেখতে পাবো। ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। বড়ো কিছু কাজ কি গো সহজ হয়, কষ্ট কে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে, চোখেই তা মুছে ফেলে। দুটি চোখ ভরে জল এলে, চোখেই তা মুছে ফেলে, নতুন সাহসে এই বুক ভরাবো। ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, ও.. ঠিক পৌঁছে যাবো। আসুক দুঃখ তাতে দুঃখ নেই সুখের দরজা আছে এই পথে। মনটা শক্ত করে, দুহাতে দুহাত ধরে এই মনটা শক্ত করে, দুহাতে দুহাত ধরে যা কিছু সম্ভব হয় সব তাড়াবো। ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলসিতে ঠিক পৌঁছে যাবো, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড়, মাথায় যাহার রামধনু রাঙা হয়ে দেখতে পাবো। ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ও.. ঠিক পৌঁছে যাবো..
Watch Ei Chotto Chotto Paye Song Video
Ei Chotto Chotto Paye song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Ei Chotto Chotto Paye song is from this Heere Manik movie.
Arati Mukherjee, Pratima Banerjee is the singer of this Ei Chotto Chotto Paye song.
This Ei Chotto Chotto Paye Song lyrics is penned by Pulak Banerjee.