Tui Ki Amar Hobi Re song lyrics penned by Kabir Bakul, music composed by Imran Mahmudul, and sung by Imran, Kona from the movie Bishwoshundori.
Song | Tui Ki Amar Hobi Re |
Singer | Imran, Kona |
Music | Imran Mahmudul |
Lyricst | Kabir Bakul |
Movie | Bishwoshundori |
Tui Ki Amar Hobi Re Lyrics
রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন-মরন সবই রে.. তুই কি আমার হবি রে? আমার পথটা চলে যায় তোরই দিকে চোখের কলম শত কবিতা লিখে এই হৃদয়ের ভালোবাসা দিয়ে সেই কবিতা শুধু তোকে নিয়ে চোখ ভোরে তুই দেখ পড়ে তুই প্রেম কবিতায় তোকে ছুঁই তুই চিনে নে সে কবি রে .. তুই কি আমার হবি রে ? রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে? হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই দেখে নে সে ছবি রে.. তুই কি আমার হবি রে ? রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে?
Watch Tui Ki Amar Hobi Re Song Video
Tui Ki Amar Hobi Re song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Tui Ki Amar Hobi Re song is from this Bishwoshundori movie.
Imran, Kona is the singer of this Tui Ki Amar Hobi Re song.
This Tui Ki Amar Hobi Re Song lyrics is penned by Kabir Bakul.