Tor Hoye Jete Chai song lyrics penned by Dipankar, music composed by Amit Mitra, and sung by Md Irfan, Sayani Palit from the movie Asur.
Song | Tor Hoye Jete Chai |
Singer | Md Irfan, Sayani Palit |
Music | Amit Mitra |
Lyricst | Dipankar |
movie | Asur |
Tor Hoye Jete Chai Lyrics
আমার বেঁচে থাকা কারণ শুধু তুই তোকে আছে বলা আজ এটুকুই জানি ঠিকই ধরবিরে হাত শূন্য পথে দেখ চলছে এখন দিন-রাত কোনো মতে ক্ষতি কি যদি বাসিস ভালো আমায় তোর হয়ে যেতে চাই তোর হয়ে যেতে চাই পারবো কি আমি বল? তোর হয়ে যেতে চাই একবার ছুঁয়ে দে যেন যাই রে ভিজে সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই.. তোর হয়ে যেতে চাই তোর হয়ে যেতে চাই তোরই মতো অবিকল তোর হয়ে যেতে চাই নেই প্রয়োজন মিঠেল বাতাস বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস ফাঁকা লাগে সব থাকলে নিরম সাজানো ঘরের মাঝেও কত বনবাস হয়তো ঝড় করছে পর মিলবোই দুজনে ভয় কিসে থমকে যাস কোন জে বরণে ভেঙে ফেল নিষেধ ছুটে আয় কাছে মুছে যা সকল দোহাই এ জীবনের যতটা মানে থাকনা জুড়ে পুরোটাই জানি ঠিকই ধরবিরে হাত শূন্য পথে দেখ চলছে এখন দিন-রাত কোনো মতে ক্ষতি কি যদি বাসিস ভালো আমায় তোর হয়ে যেতে চাই তোর হয়ে যেতে চাই তোরই মতো অবিকল তোর হয়ে যেতে চাই তোর হয়ে যেতে চাই তোর হয়ে যেতে চাই চোখে অনলি তবু জল তোর হয়ে যেতে চাই.. তোর হয়ে যেতে চাই কেন এতো দাবানল
Watch Tor Hoye Jete Chai Song Video
Tor Hoye Jete Chai song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Tor Hoye Jete Chai song is from this Asur movie.
Md Irfan, Sayani Palit is the singer of this Tor Hoye Jete Chai song.
This Tor Hoye Jete Chai Song lyrics is penned by Dipankar.