Toke Dekhle Shudhu Ekti Baar song lyrics penned by Faisal Rabbbikin, music composed by Shouquat Ali Imon, and sung by Akash Mahmud from the movie Bir.
Song | Toke Dekhle Shudhu Ekti Baar |
Singer | Akash Mahmud |
Music | Shouquat Ali Imon |
Lyricst | Faisal Rabbbikin |
Movie | Bir |
Toke Dekhle Shudhu Ekti Baar Lyrics
মনে শুধু জ্বলে আগুন নেভে না সে বাড়ে দ্বিগুন সব ব্যথা যাই ভুলে যাই.. যদি তোকে দেখতে পাই তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার হায় হয়েছে এই মন উতলা এখন হয়েছে এই মন উতলা এখন ভালোবাসি হায় তোকেই ভীষণ হায় তুই ছাড়া কে আছে আমার তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার তোরই নেশায় যাচ্ছি পুড়ে ডুবে আছি অচিন সুরে দেখনা দুইচোখ ঝরছে অঝরে ডেকেনেরে তুই আদরে আদরে দূরে সরে যাসনারে আমার.. তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার হাজার শত মুখের ভিড়ে চাইছি আমি শুধুই তোরে যত বাধা আসুক দুনিয়ায় থাকবো তোরই যাক যদি প্রাণ যায় তোকে নিয়ে স্বপ্ন যে হাজার.. তোকে দেখলে শুধু একটি বার মুছে যায় রে সকল অন্ধকার হে.. হয়েছে এই মন উতলা এখন হয়েছে এই মন উতলা এখন ভালোবাসি হায় তোকেই ভীষণ তুই ছাড়া কে আছে আমার.. তোকে দেখলে শুধু একটিবার মুছে যায় রে সকল অন্ধকার
Watch Toke Dekhle Shudhu Ekti Baar Song Video
Toke Dekhle Shudhu Ekti Baar song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Toke Dekhle Shudhu Ekti Baar song is from this Bir movie.
Akash Mahmud is the singer of this Toke Dekhle Shudhu Ekti Baar song.
This Toke Dekhle Shudhu Ekti Baar Song lyrics is penned by Faisal Rabbbikin.