Shudhu Tomay Ghire song lyrics penned by Sharif Al-Din, music composed by Musfiq Litu, and sung by Imran Mahmudul.
Song | Shudhu Tomay Ghire |
Singer | Imran Mahmudul |
Music | Musfiq Litu |
Lyricst | Sharif Al-Din |
Shudhu Tomay Ghire Lyrics
শুধু তোমায় ঘিরে শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউ খেলে রোদ্দুরে অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে আমি তোমার মান ভাঙাবো ভালোবাসার চোখ রাঙাবো মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে শুধু তোমায় ঘিরে শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউ খেলে রোদ্দুরে আনমনে আলতো করে হাত ছোঁয়াবো মুখে তোমার চোখে জল গড়াবে একটুখানি সুখে অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে আমি তোমার মান ভাঙাবো ভালোবাসার চোখ রাঙাবো মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে শুধু তোমায় ঘিরে শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউ খেলে রোদ্দুরে আলগোছে আঁকড়ে ধরি মুখ লুকানো হাসি তোমার বুকে আছড়ে পড়ি আমি অহর্নিশি অভিমানের আড়ি কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে আমি তোমার মান ভাঙ্গাবো ভালোবাসার চোখ রাঙ্গাবো মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে শুধু তোমায় ঘিরে শুধু তোমায় ঘিরে সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে শুধু তোমার ছায়া মেঘের উপর ঢেউ খেলে রোদ্দুরে
Watch Shudhu Tomay Ghire Song Video
Shudhu Tomay Ghire song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Imran Mahmudul is the singer of this Shudhu Tomay Ghire song.
This Shudhu Tomay Ghire Song lyrics is penned by Sharif Al-Din.