Oi Malatilata Dole Lyrics by Subhamita Banerjee is the latest Bangla song with lyrics written by Rabindranath Tagore.

oi-malatilata-dole-lyrics-rabindra-sangeet

Oi Malatilata Dole Song Details

Song: Oi Malatilata Dole
Singer: Subhamita Banerjee
Lyrics: Rabindranath Tagore

Oi Malatilata Dole Lyrics In Bengali

ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে

পুব-হাওয়াতে.. মালতীলতা দোলে
মোর হৃদয়ে লাগে দোলা
ফিরি আপনভোলা
মোর হৃদয়ে লাগে দোলা
ফিরি আপনভোলা
মোর ভাবনা কোথায় হারা
মেঘের মতন যায় চলে
ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে

জানি নে কোথায় জাগো
ওগো বন্ধু পরবাসী
কোন্‌ নিভৃত বাতায়নে
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্‌ বিরহিণীর বাণী
তোমারে কী যায় ব’লে

ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে
পুব-হাওয়াতে.. মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে
ওই মালতীলতা দোলে

Oi Malatilata Dole Music Video

Share your love