O Dibana Mon song lyrics penned by Deba Prasad Chakraborty, music composed by Ashok Bhadra, and sung by Iman Chakraborty.
Song | O Dibana Mon |
Singer | Iman Chakraborty |
Music | Ashok Bhadra |
Lyricst | Deba Prasad Chakraborty |
O Dibana Mon Lyrics
আজ একটু প্রাণের কথা বলি গো এই তো বাতাসটাতে ঘোর লেগেছে শোনো কি কথা বলছে সে চোখে নেশার কাজল কে যেন পরিয়ে দিলো এ নেশা ভালোবাসার নেশা এ নেশা সর্বনাশের নেশা গো ঝিম চাকা চাকা চাকা ঝিম তানা নানা নানা নারে নারে নারে না না নাচি ধিন ধিনা ধিনা ও দিবানা মন নাচি আয় মাদল বাজে শোন ও দিবানা মন নাচি আয় মাদল বাজে শোন দুস্টু বাঁশি বাজলো যখন ডাকলো কে যে দূরে তখন দুস্টু বাঁশি বাজলো যখন ডাকলো কে যে দূরে তখন কোথায় গিয়ে যাই হারিয়ে কেউ তা জানে না .. ও দিবানা মন নাচে মন কি করি এখন ও দিবানা মন নাচে মন কি করি এখন ঝিম চাকা চাকা চাকা ঝিম তানা নানা নানা নারে নারে নারে না না নাচি ধিন ধিনা ধিনা দল বেঁধে আজ উঠি মেতে খুশির তুফান তুলে পায়ে পায়ে যাই মিলিয়ে কাল কি হবে ভুলে ও.. দল বেঁধে আজ উঠি মেতে খুশির তুফান তুলে পায়ে পায়ে যাই মিলিয়ে কাল কি হবে ভুলে নাচের বোলে পাগল হোলে দোষ কেউ দিও না .. ও দিবানা মন নাচে মন কি করি এখন কার কথা যে ভেবে ভেবে চমক লাগে গায়ে রিনিক ঝিনিক ছোঁয়া লাগে আলতা পরা পায়ে হুম.. কার কথা যে ভেবে ভেবে চমক লাগে গায়ে রিনিক ঝিনিক ছোঁয়া লাগে আলতা পরা পায়ে ভালোবাসার আগুনটা তো জ্বলে নেভে না.. ও দিবানা মন নাচে মন কি করি এখন ও দিবানা মন নাচে মন কি করি এখন ঝিম চাকা চাকা চাকা ঝিম তানা নানা নানা নারে নারে নারে না না নাচি ধিন ধিনা ধিনা
Watch O Dibana Mon Song Video
O Dibana Mon song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Iman Chakraborty is the singer of this O Dibana Mon song.
This O Dibana Mon Song lyrics is penned by Deba Prasad Chakraborty.