Jege Jege song lyrics penned by Srijato, music composed by Joy Sarkar, Tridib Raman, and sung by Shreya Ghoshal from the movie Uraan.
Song | Jege Jege |
Singer | Shreya Ghoshal |
Music | Joy Sarkar, Tridib Raman |
Lyricst | Srijato |
Movie | Uraan |
Jege Jege Lyrics
জেগে জেগে কত পার করে দেওয়া রাত আরও একবার মুঠোর মধ্যে হাত তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো শরীরে শরীর মন তবু অক্ষত আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে নানা না না.. ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে সম্মোহনের সময় হয় না মিথ্যে চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে.. দুজনের মাঝে সেলাই দাগের সুতো স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা হো.. আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে .. এসো একবার শরীরের পথে পথে ঘুরে দেখে নি কত অঘটন ঘটে মরে যেতে পারি সহজে এতো চাওয়া বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া আজ রাতে চলে যেও না যেও না যেওনা আজ রাতে… জেগে জেগে কত পার করে দেওয়া রাত আরও একবার মুঠোর মধ্যে হাত তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো শরীরে শরীর মন তবু অক্ষত আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে.. নানা না না..
Watch Jege Jege Song Video
Jege Jege song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
This Jege Jege song is from this Uraan movie.
Shreya Ghoshal is the singer of this Jege Jege song.
This Jege Jege Song lyrics is penned by Srijato.