Ekhono Sei Brindabone song lyrics penned by Bhaba Pagla, music composed by Tina Ghoshal, and sung by Tina Ghoshal.


Ekhono Sei Brindabone song lyrics


Song Ekhono Sei Brindabone
Singer Tina Ghoshal
Music Tina Ghoshal
Lyricst Bhaba Pagla

Ekhono Sei Brindabone Lyrics

এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

কালার বাঁশি শুনে বনে বনে
বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

এখনও সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
এখনও সে গাভীগুলি গোচরণে ছড়ায় ধূলি
সখার সনে কোলাকুলি
সখার সনে কোলাকুলি রাখাল রাজে রে..
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

এখনও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনায়
আজও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনায়
কৃষ্ণ আসে সেই ছলনায়
কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে রে ..
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে।

এখনও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
এখনও সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
অষ্ট সখীর শিরোমণি
অষ্ট সখীর শিরোমণি নবসাজে রে..
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনো সেই বৃন্দাবনে।

এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা
এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা
গাঁথিয়া বনফুল মালা
গাঁথিয়া বনফুল মালা বন মাঝে রে..
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

আশা ছিলো মনে মনে যাবো আমি বৃন্দাবনে
আশা ছিলো মনে মনে যাবো আমি বৃন্দাবনে
ভবা পাগলা মায়ের কোলে
ভবা পাগলা মায়ের কোলে কোন সাধনায় রে ..
এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
এখনও সেই বৃন্দাবনে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

Watch Ekhono Sei Brindabone Song Video

Ekhono Sei Brindabone song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Ekhono Sei Brindabone song is from this – album.

Tina Ghoshal is the singer of this Ekhono Sei Brindabone song.

This Ekhono Sei Brindabone Song lyrics is penned by Bhaba Pagla.

Share your love