Home » Bangla » Ei To Ami Chai Lyrics (এইতো আমি চাই) – Hemlock Society | Shreya Ghoshal

Ei To Ami Chai Lyrics (এইতো আমি চাই) – Hemlock Society | Shreya Ghoshal

Ei To Ami Chai  Lyrics from Hemlock Society is the latest Bangla song sung by Shreya Ghoshal with music also given by Anupam Roy.Ei To Ami Chai song lyrics written by Anupam Roy.

ei-to-ami-chai-hemlock-society

Ei To Ami Chai Song Details

Song: Ei To Ami Chai
Movie: Hemlock Society
Singer: Shreya Ghoshal
Lyrics: Anupam Roy
Music: Anupam Roy

Ei To Ami Chai Lyrics In Bengali

এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়,
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন। (x2)

এভাবেই চল খেলি আমাকে যা খুশি ডাকিস
ঘাস ছুলে পা দুটো
কেন তুই চোখ বুজে থাকিস
আমিও আদরে পড়ছি ধরা,
আমিও আদরে পড়ছি ধরা।
এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা।

চল এবার ফিরে যাই মেখে দেখি শহর-গলি
সোরগোলে মুখ তুলে
তোকে ঠিক কোন কথা বলি
আমিও আদরে পড়ছি ধরা,
আমিও আদরে পড়ছি ধরা।

এইতো আমি চাই, মাখবো গায়ে সোনা
হাত বাড়ালেই ছাই
আবার কখন ঘিরছে আমায়,
চাদর সকাল ভাঙছে আওয়াজ ঘুম
ও.. বুনতে বুনতে ফুরোয় সময়
গুনতে গুনতে দিন।
ও.. এইতো আমি চাই…

Ei To Ami Chai Music Video

Share your love