Ei Valo Ei Kharap Lyrics from Golpo Holeo Shotti is the latest Bangla song sung by Arijit Singh, Monali Thakur with music also given by Indraadip Dasgupta.Ei Valo Ei Kharap song lyrics written by Prasen.
Ei Valo Ei Kharap Song Details
Song: | Ei Valo Ei Kharap |
Movie: | Golpo Holeo Shotti |
Singer: | Arijit Singh, Monali Thakur |
Lyrics: | Prasen |
Music: | Indraadip Dasgupta |
Ei Valo Ei Kharap Lyrics In Bengali
এই ভালো এই খারাপ,
ওও.. প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে ও..
বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে।
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব
ভরসা দিলে..
দেখনা এই অকাল শ্রাবন
নেমেছে আজ হাজার বারন জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো
ঢাকো চাদর আমার কাছে টেনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর
ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘর থেকেও যাযাবর
যাচ্ছি চোলে ও..
এই ভালো এই খারাপ,
প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব
তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে ও..
বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক
তুমি আমি মিলে।
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ
রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব
ভরসা দিলে..