E Bhabei Golpo Hok Lyrics from Bibaha Diaries is the latest Bangla song sung by Lagnajita Chakraborty with music also given by Savy Gupta.E Bhabei Golpo Hok song lyrics written by Prasen.
E Bhabei Golpo Hok Song details
Song: | E Bhabei Golpo Hok |
Movie: | Bibaha Diaries |
Singer: | Lagnajita Chakraborty |
Lyrics: | Prasen |
Music: | Savy Gupta |
E Bhabei Golpo Hok Lyrics In Bengali
একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম
ছুঁড়ে ম্যাজিক চোখ
তাকিয়ে যেই চলে গেলে
শীতে আরাম দেয় সেইরকমই চাদর
মেলে ফেলেছি
খেলার ছলে তোমার কোলে
এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়
এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়
বাউণ্ডুলে দিন আর দুষ্টুমিরা
নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে
কাটব সাঁতার দেখব শ্যাওলা গাছে
রাজি হও যদি খেলার ছলে তোমার জলে
এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়
কিছুটা ছেলেমানুষি
মেনেও তো ভালোবাসি
বলে কয়ে কথা দিয়ে যাও
দেখো না এনেছি সাথে
মধুমাখা দিনে রাতে
আমার মনের জোছনাও
এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়
একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম
ছুঁড়ে ম্যাজিক চোখ
তাকিয়ে যেই চলে গেলে
শীতে আরাম দেয় সেইরকমই চাদর
মেলে ফেলেছি
খেলার ছলে তোমার কোলে
এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়
এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়