Chokh Tule Dekho Na song lyrics penned by Gautam Sushmit, music composed by Babul Bose, and sung by Babul Supriyo, Poornima from the movie Sasurbari Zindabad.


Chokh Tule Dekho Na song lyrics


Song Chokh Tule Dekho Na
Singer Babul Supriyo, Poornima
Music Babul Bose
Lyricst Gautam Sushmit
Movie Sasurbari Zindabad

Chokh Tule Dekho Na Lyrics

সজনী গোও সেইতো এলাম
তোমায় পেতে হাজির হোওলাম

চোখ তুলে দেখো না কে এসেছে
আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে

আরে চোখ তুলে দেখো না কে এসেছে
নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে
তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাতপাকে বেঁধে নিয়ে যেতে এসেছি
তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাতপাকে বেঁধে নিয়ে যেতে এসেছি
চোখ তুলে দেখো না কে এসেছে
নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে

পারবেনা কেউ তোমার আমার
মাঝে দেওয়াল তুলে দিতে,
ভালোবাসার একটোকা তেই
পারবো তাকে ভেঙে দিতে

চিরদিনে তুমি যে আমার
তাইতো কাছে এলাম আবার

শাঁখ বাজাও উলু দাও খুশিতে ওড়ো
প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো
তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি
ও তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি

বলো শ্বশুর বাড়ি, জিন্দাবাদ
এই শ্বশুর বাড়ি, জিন্দাবাদ

প্রেমের আগুন ছাই চাপাতে
যায়না কনোদিনও নেভানো
সবকিছুকে ছারখার করে দেবে সেটা তুমি জেনো

স্বপ্ন হলো সত্যি আমার
যেই না এলে কাছে আবার

পুরুত মশায় মন্ত্র পড়া শুরু করে দাও
তাড়াতাড়ি বর কে নিয়ে পিড়িতে বসাও
তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি
আরে তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি
সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি

Watch Chokh Tule Dekho Na Song Video

Chokh Tule Dekho Na song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

This Chokh Tule Dekho Na song is from this Sasurbari Zindabad movie.

Babul Supriyo, Poornima is the singer of this Chokh Tule Dekho Na song.

This Chokh Tule Dekho Na Song lyrics is penned by Gautam Sushmit.

Share your love