Bhorer Alor Rekha song lyrics penned by Raj Sen, music composed by Krishnendu Raj Acharya, and sung by Anupam Roy, Amrita Dey.
Song | Bhorer Alor Rekha |
Singer | Anupam Roy, Amrita Dey |
Music | Krishnendu Raj Acharya |
Lyricst | Raj Sen |
Bhorer Alor Rekha Lyrics
জনিতা চ্ উপনেতা চ্ এয়েস্তু বিদ্যা প্রয়াচ্চ্ছাতি। অন্যদাতা ভায়াত্রাতা পঞ্চাইতে পিতারাঃ স্তিথা।। ভোরের আলোর রেখা প্রথম তোমার খোঁজে, আসে আকাশ ফুঁড়ে। তারই কাছে শেখা আমার দু'চোখ বুজে, হারানো অন্ধকারে ভোরের আলোর রেখা।। সোনালী আকাশ ঘিরে দেখো রূপের আলোকচ্ছটা, কে চায় তোমায় ফিরে অক্লান্ত কার ছোটা। কে তোমার হারানো দিন তুমি কার মনের ব্যথা, কে তোমার পরশমানিক তুমি কার মনের কথা। ভোরের আলোর রেখা প্রথম তোমার খোঁজে আসে আকাশ ফুঁড়ে। তারই কাছে শেখা আমার দুচোখ বুজে, হারানো অন্ধকারে ভোরের আলোর রেখা। জনিতা চ্ উপনেতা চ্ এয়েস্তু বিদ্যা প্রয়াচ্চ্ছাতি। অন্যদাতা ভায়াত্রাতা পঞ্চাইতে পিতারাঃ স্তিথা।।
Watch Bhorer Alor Rekha Song Video
Bhorer Alor Rekha song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Anupam Roy, Amrita Dey is the singer of this Bhorer Alor Rekha song.
This Bhorer Alor Rekha Song lyrics is penned by Raj Sen.