Bhalo Laage Tomake Lyrics from Tomake Chai is the latest Bangla song sung by Arijit Singh, Anwesshaa with music also given by Indraadip Dasgupta.Bhalo Laage Tomake song lyrics written by Prasen.
Bhalo Laage Tomake Song Details
Song: | Bhalo Laage Tomake |
Movie: | Tomake Chai |
Singer: | Arijit Singh, Anwesshaa |
Lyrics: | Prasen |
Music: | Indraadip Dasgupta |
Bhalo Laage Tomake Lyrics In Bengali
ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে
অন্য তখন চোখের ধরন
অন্য রকম পায়ের চলন
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে
ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে
ও.. তোমার হাসিহাতছানি দাও
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে
তোমার ঘুমের পর্দা সরাও
বৃষ্টি হবো আমি জানলা পারে
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে
ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে
ও.. তোমায় নিয়ে ব্যস্ত যখন
অন্যকিছু আমি শুনতে না পাই
হুম.. তোমার হাতেই বাঁচন-মরণ
আমার পাশে শুধু তোমাকে চাই
তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে
তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে
ভালোলাগে তোমাকে কাছাকাছি পেলে
ভালোবাসি তুমিও কাছাকাছি এলে