Bebshar Poristhiti song lyrics penned by Aly Hasan, music composed by Sadi Vai, and sung by Aly Hasan, Sadi Vai, Manam, Aamin Ale, Uday, Rakib Hasan, Maruf Akan, Siam Hawladar, Mr.Rizan.
Song | Bebshar Poristhiti |
Singer | Aly Hasan, Sadi Vai, Manam, Aamin Ale, Uday, Rakib Hasan, Maruf Akan, Siam Hawladar, Mr.Rizan |
Music | Sadi Vai |
Lyricst | Aly Hasan |
Bebshar Poristhiti Lyrics
(মোছা টোছা হইছেরে?) ভাই, কন্নি কত? ১২০ টাকা। দিয়া দাও করুম নে কালকে দেখা কলাদা, রুটি নামা গলাদা ভাইয়ের জায়গায় ভাই আছত ব্যবসার হিসাব আলাদা সরম দিলা ভাইরে ভাই আছস বাইরে লাখ টাকা খাওয়াইয়া দিমু দোকানের বাইরে কী খবর… আলি মিয়া চিল্লাইতাছ কি নিয়া? কন্নি দিয়া বন্নি করুম খেলা শুরু বাকি দিয়া (ও…) মানুষ ত মনে করে হুদা হুদি চেতি (আচ্ছা…) আহেন ভাই, বহেন কই ব্যবসার পরিস্থিতি ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি আ আ তিতি তিতি বাপ দাদার আমলের স্মৃতি ধইরা রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই? কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই? কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই? ভাই এতলা টাকা এডভান্স দিয়া, নিজের শইলের শ্রম দিয়া, ব্যবসা কইরা কী লাভ মিয়া? টেকা ঘুরাই বাকি নিয়া! দেহাইতে হয় ময়না টিয়া, খাওয়াইতে হয় কাউয়া দিয়া। কথাটা হুনতে খারাপ ব্যবসার (…) ব্যবসা নিয়া কি ও বড় ভাই আপনের দেহি খবর নাই, ভাবতাছি হারাইয়া গেছেন নাকি বাল মইরাই গেছেন দূরও মিয়া কী কইতাছেন দূরও মিয়া কী কইতাছেন? কওয়ার তো কারণ আছে বাকি টেকার খবর নাই টেকা দিবেন কবে? আজকে নাইলে কালকে ট্যাকা দিবি আজকে বাকি নিয়া খাস ক্যা? আজকে নাইলে কালকে আর কালকে নাইলে পরশু পরশু নাইলে তস্যু হালার আমরা কী নস্যু? আছে নেহি ফেবিকলের চাইরসো মিলি আঠা? আছে তো একদাম সত্তর টাকা দাদা ধোউত মিয়া পাগল হইছেন? কী কইতাছেন যা তা? রেট দিলাম ভাটা সালা তারপরও কস টাটা? ভাই সাইট টাকায় দিলে দেন না দিলে মাল রাইখ্যা দেন আপনার টাকা মোড়াইয়্যা জায়গা মতো রাইখ্যা দেন। ফুটুনি করতে আহে ভালো মন্দ চিনে না আইয়া খালি আতায় বাজান দাম হুইনা আর কিনে না…. কী খবর বস? তোর বসে খাইছে লস বারো ইঞ্ছিতে এক ফুট তিন ফুটে এক গজ লস খাইয়া গজ চিনবেন ব্যবসা এতো সোজা বস?? আমি খাইছি ব্যবসাই লস আমার লগেই মজা লস? মালের দাম কী কমছে, নাকি আগের থেইকা জমছে? হ আপনার লাইগ্যাই কমছে, সত্যিই কস কমছে? সত্যিই কস কমছে? মালের দাম কি কমছে? এদেশে কী মালের দাম ভাই বাড়া ছাড়া কমছে? দূরও এমন একটা লাইট দিলেন লাইটটা গেলো কাইট্টা আমার আবার এতো দূরে আসা লাগলো হাইট্টা তোমার লাইট তো কাইট্টা মাইনষের টা যায় ফাইট্টা ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া চেন্স কইরা দে লাইটটা কিছু কিছু প্রোডাক আছে মায়ে বানায় পুতে বেচে কোম্পানি গারাইয়েচে দোকানদার পড়ে প্যাঁচে কাস্টমার বেশী বুঝে নিজের দোষে পেলেট মুছে প্রথমে আইয়াই জিগাই প্রাইসের ভিতর সার্ভিস আছে? কীরে যৌবন লাল? দুই পাউন্ড রং দে লাল, মালের সিলিপ করুম মালিকরে কদ্দুর ভরুম? আইজকা বেশী ভুরুম তোগো ভাই পেট না শোরুম? ওগো তো খাইয়া অন্যাই আর আমি না খাইয়াই ঘুরোম। আরেকদিন আরেক হালায় কিন্না নিচে রশি রশি কিন্না যেই কাম করছে রশি বেইচ্চা দোষি ব্যবসা হইলো টোপের খেলা টোপের ভিতরে বস্যি, ১৫০ টাকার ছাগল টানতে ২০০ টাকার রশি ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি আ আ তিতি তিতি বাপ দাদার আমলের স্মৃতি ধইরা রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই? কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই? কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই? ভাই, ব্যবসার যে পরিস্থিতি উল্টা নিজেই তিতি তিতি আ আ তিতি তিতি বাপ দাদার আমলের স্মৃতি ধইরা রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই? কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই? কন তো টুকুর টাকুর সদাই বেইচা কয় টাকা কামাই?
Watch Bebshar Poristhiti Song Video
Bebshar Poristhiti song frequently asked questions
Check all frequently asked Questions and the Answers of this questions
Aly Hasan, Sadi Vai, Manam, Aamin Ale, Uday, Rakib Hasan, Maruf Akan, Siam Hawladar, Mr.Rizan is the singer of this Bebshar Poristhiti song.
This Bebshar Poristhiti Song lyrics is penned by Aly Hasan.